রাজনীতি
অধীর চৌধুরীর আরোগ্য কামনায় তারাপীঠ মন্দিরে পুজো।

সম্প্রতি ভরতপুর এ দলীয় সভায় যোগ দেওয়ার আগেই করোণা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।স্বাভাবিকভাবেই ভোটের মুখে এমন পরিস্থিতিতে রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠেছে অধীর চৌধুরীর অনুগামী থেকে শুরু করে দলের কর্মী সমর্থকরা। ‘দাদা’ র দ্রুত আরোগ্য কামনায় নবগ্রামের ৫১ পিঠের কিরীটেশ্বরী মন্দিরে পূর্ণ মর্যাদার সঙ্গে শনিবার পুজো দিলেন নবগ্রাম ব্লক কংগ্রেস পূর্ব জোনের সভাপতি ধীরেন্দ্রনাথ যাদব ওরফে গুড্ডু। প্রাইম বাংলা ২৪ এর পর্দায় দেখেনিন সেই মুহূর্তের ছবি।