অনাস্থা এড়াতে লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতির পদত্যাগ!

বেশ কিছুদিন ধরেই জলঘোলা শুরু হয়েছিল শাসক দল তৃণমূল অন্দরে। সেক্ষেত্রে লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি জাহাঙ্গীর মিয়া কে ঐ সভাপতির পদ থেকে সরানোর জন্য তারই দলের পঞ্চায়েত সমিতির সদস্যদের একটা বড় অংশ একত্রিত হয়ে জোট তৈরি করে। সূত্র মারফৎ জানা যায়, মোট ৩৫ সদস্যবিশিষ্ট লালগোলা পঞ্চায়েত সমিতির সদস্যের মধ্যে তৃণমূলের ৩৩ জন পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন। যেখানে ২৫ জন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য একত্রিত হয়ে জাহাঙ্গীর মিয়া কে লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে সরানোর জন্য অনাস্থার দাবি জানিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হন। তারপরেই নানান রকম টালবাহানা পরে আগামী ২ রা আগস্ট জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে অনাস্থার দিনক্ষণ ঠিক হয়। যদিও তার আগেই শুক্রবার অনাস্থা ভোট এড়াতে তিনি লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। আগামী দিনে দলে থেকেই দলের হয়ে কাজ করতে চান তিনি বলেই জানান। দেখুন একান্ত সাক্ষাৎকার প্রাইম বাংলা 24 এর পর্দায় ।