জেলা/ব্লক
অবসাদে আত্মহনন গৃহশিক্ষকের।

দীর্ঘ অবসাদে আত্মহননের পথ বেছে নিল গৃহশিক্ষক।হাতের শিরা কেটে আত্মঘাতী হলেন ঐ প্রাইভেট শিক্ষক। দীর্ঘদিন ধরেই তিনি জটিল স্নায়ুরোগের সমস্যায় ভুগছিলেন। সেই কারণেই মানসিক হতাশায় এই ঘটনা বলে পুলিশ মনে করছে। ঘর থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে হাওড়ার এলাকায়। মানসিক অবসাদে ডান হাতের শিরা কেটে আত্মঘাতী হন ওই ব্যক্তি। মৃতের নাম রূপক ভট্টাচার্য্য(৫৬) তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বাড়িতেই তাঁর স্নায়ুরোগের চিকিৎসা চলছিল। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, মানসিক অবসাদের কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন। মৃতের ঘর থেকে একটি সুইসাইড নোটও বালি থানার পুলিশ উদ্ধার করেছে। দেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।