রাজনীতি
অবিশ্বাস্য কাণ্ড! দলের প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক দলেরই ব্লক সভাপতি।

না কোন গল্প কথা নই একেবারে রুঢ় বাস্তব। শেষ পর্যন্ত মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর তথা রানীনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সৌমিক হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তাকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে বিস্ফোরক হলেন রাণীনগর ১নাম্বার ব্লকের সভাপতি সঙ্গে পঞ্চায়েতের সমিতির সভাপতি আমিনুল হাসান বাপি।তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিক হোসেন কে একটিও ভোট না দেওয়ার আবেদন সহ তাকে ‘দুর্নীতিবাজ ‘ থেকে শুরু করে অযোগ্য থেকে একাধিক বিষয়ে অভিযুক্ত করে তুলোধোনা করেন।