জেলা/ব্লকরাজনীতি

অভয়ার বাবা – মায়ের ডাকে নবান্ন অভিযানে গিয়েছিল বিজেপির যুব মোর্চা সাধারণ সম্পাদক অভীক কুমার মন্ডল , বাড়ি ফিরে আসতেই গ্রেপ্তার করল হাওড়া পুলিশ।

সুব্রত বাউরী ,জামুরিয়া : ৮ ই আগস্ট গত বছর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে মহিলা ডাক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল তার এক বছর পেরিয়ে হওয়ার পর সেই মহিলা ডাক্তার যাকে আমরা অভয়া নামে চিনি তার বাবা – মায়ের ডাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হেডকোয়ার্টার নবান্ন অভিযান করা হয় এই অভিযানকে আটক দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে করা বন্দোবস্ত করা হয়েছিল জায়গায় জায়গায় ব্যারিকেড করা হয়েছিল কিন্তু দেখা যায় যে বহু মানুষ সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে , তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে তার মধ্যে একজন রানীগঞ্জের বিজেপির যুব মোর্চা সাধারণ সম্পাদক অভীক কুমার মন্ডলও আছেন। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সোমবার তাকে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করে। হাওড়া পুলিশের আধিকারিকরা এসে আজ অভিক কুমার মণ্ডলকে নিয়ে যাওয়ার জন্য রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি এসে পৌঁছায়। এখানে যখন অভিক কুমার মন্ডলকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তখন থেকেই বিজেপি কার্যকর্তারা আসে এবং পাঞ্জাবি মোড় ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।তবে বিজেপির যুব মোর্চা সাধারণ সম্পাদক অভীক কুমার মন্ডল কে হাওড়া পুলিশ নিয়ে যেতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি।

এই বিষয়ে বিজেপি নেতা অরিজিৎ রায় জানান , যে নবান্ন অভিযানে থাকার জন্য অভিক কুমার মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাকে হাওড়া পুলিশের নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে । তিনি পরিষ্কার জানান, যদি হাওড়া পুলিশের কাছে তাকে নিয়ে যাওয়া বা গ্রেফতার করার সঠিক কারণ না থাকে তাহলে বিজেপিও ছেড়ে কথা বলবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!