অন্যান্য/বিবিধ

অভূতপূর্ব রায়, পিটিয়ে খুনের ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন সাজা

অভূতপূর্ব রায় দিল আদালত।একটি নিশংস খুনের ঘটনায় এক এক করে ৪ ব্যাক্তির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন লালবাগ আদালতের অ্যাডিশনাল ডিসট্রিক্ট অ্যন্ড সেশন জর্জ ফার্স্ট ফার্স্ট ট্রাক কোর্টের বিচারক সঞ্জয় শর্মা । বুধবার বিচারকের এই রায় শুনে আসামী পক্ষের পরিবারের লোকজন আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন । এই ব্যাপারে সরকারি পক্ষের আইনজীবী মহম্মদ নকিমুদ্দিন বলেন , “ এক ব্যাক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় মোট সাত জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ হয় । তাদের মধ্যে পুলিশ চার্জশিটে দু জনের নাম বাদ দেয় । একজন এখন পর্যন্ত পলাতক ।বাকি চারজন কে তিন টি ধারায় বিচারক দোষী সাব্যাস্ত করে যাবজ্জীবন কারদন্ডের নির্দেশ দেন”।আদালত সুত্রে জানা গিয়েছে ,ইট ভাটার কাজ শেষ করে রাত সাড়ে আট টা নাগাদ লালবাগের বাসিন্দা আব্দুস সিদ্দিকি ওরফে লাল্টু ও তার সহদর ভাই নাজনে আহমেদ ওরফে কালু বাইকে করে বাড়ি ফিরছিলেন । ওই সময় মুর্শিদাবাদ থানার মঙ্গলপাড়া জাহানকোষা এলাকায় এক দল দুষ্কৃতি রাস্তা আটকিয়ে ওই দুই ভাইয়ের উপর চড়াও হয় । ভারি লাঠি ও সাবল দিয়ে তাদের বেধড়ক ভাবে পেটান হয় । ওই আঘাত সহ্য করতে না পেরে ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুস সিদ্দিকির ,গুরুত্বর যখম নাজনে আহমেদ কে উদ্ধার করে স্থানীয় ব্যাক্তিরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে । নাজনেও বর্তমানে শারীরিক ভাবে অক্ষম । ২০১৭ সালের ২৮ এপ্রিলের এই ঘটনায় মৃতের পরিবার মুর্শিদাবাদ থানায় মোট সাত জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে । পুলিশ তদন্ত সাপক্ষে দু জনের নাম চার্জ শিট থেকে বাতিল করেন । এখনও পর্যন্ত এক অভিযুক্ত কে পুলিশ গ্রেপ্তার করতে পারেন । একাধিক সাক্ষ প্রমানের পর বিচারক এদিন ওই খুনের সঙ্গে যুক্ত থাকার কারনে রাজকুমার তেওয়ারি ,আশিস তেওয়ারি ,রাজেন্দ্র তেওয়ারি ও রামনাথ তেওয়ারি কে যাবজ্জীবন কারাবাসের ঘোষণা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!