জেলা/ব্লক
আঁতকে ওঠা ছবি! লকডাউন এর আগে মদের কাউন্টারের সামনে জুড়ে লম্বা লাইন।

আঁতকে ওঠার ছবি ক্যামেরাবন্দি হলো শনিবার দিনভর সংবাদমাধ্যমের লেন্সে। করোণা সংক্রমণ কমাতে রোববার থেকে রাজ্যে চালু হচ্ছে একপক্ষ ব্যাপী লকডাউন। আর তার আগে শনিবার মুর্শিদাবাদ জেলার একাধিক স্থানের মদের কাউন্টারের সামনে দেখা গেল একশ্রেণীর মানুষজনের হিড়িক পড়েছে মদ কেনার জন্য। মূলত পিয়ারাপুর এর মদের কাউন্টার থেকে শুরু করে করে জিয়াগঞ্জ পর্যন্ত বিভিন্ন মদের কাউন্টার এর সামনে দেখা গেল সেই খণ্ডচিত্র। দেখে নিন সেই ছবি ‘প্রাইম বাংলা ২৪’ এর পর্দায়।