রাজ্য
আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪ ছিনতাইকারী

কাঁকসা থানার পুলিশের হাতে ধরা পরল ৪জন সশস্ত্র ছিনতাই কারী। ধৃতদের শনিবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। শুক্রবার রাতে কাঁকসা ত্রিলোকচন্দ্রপুর এলাকায় রাজসড়কের ধারে একটি জঙ্গলের মধ্যে জমায়েত হয়েছিল ৭-৮জনের মত । কাঁকসা থানার পুলিশ গোপনসুত্রে খবর পায়।চারিদিক থেকে তাদের ঘিরে ফেললেও অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন পালায়।পুলিশের জালে ৪জন ধরা পড়ে। পুলিশ সূত্রে খবর এরা সকলেই রাস্তার গাড়ি ছিনতাই এর উদ্দেশ্যে জড়ো হয়েছিল । এদের কাছে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ ও ধারালো ছুরি পাওয়া গেছে । পুলিশি হেফাজতে নিয়ে এদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হবে বলেও জানায় পুলিশ।।