আজব ভাইরাল কান্ড, ভ্যাকসিন নেওয়ার পরে দেহ পরিণত চুম্বকে!

আজব ভাইরাল কান্ড ঘটে চলেছে দেশের বিভিন্ন অংশের সঙ্গে এই বঙ্গেও। করোনা রুখতে ভ্যাকসিন নেওয়ার পরে নাকি দেহ পরিণত হচ্ছে চুম্বকে। যার ফলে, ধাতব পদার্থ থেকে শুরু করে, স্টিলের হাতা খুন্তি, গ্যাস জ্বালানো লাইটার, চাবি চাবি রিং এমনকি মোবাইল পর্যন্ত আটকে যাচ্ছে গায়ের সাথে। ভাবছেন এমন আবার হয় নাকি! এমনটাই ঘটেছে বলে দাবি করছেন, শিলিগুড়ির পেশায় গাড়ির চালক পেপাল চক্রবর্তী থেকে শুরু করে, আসানসোল পুরো নিগমের কর্মী অঙ্কুশ কুমার সাউ এবং সর্বোপরি মুর্শিদাবাদের পড়শী জেলা নদীয়ার পলাশী নগরের প্রবীর কুমার মন্ডল পর্যন্ত। তাদের সকলের আজব দাবি, সম্প্রতি করোণা ভ্যাকসিন নেওয়ার পরে তাদের দেহ চুম্বকের মতো কাজ করছে। যার ফলে রীতিমতো হইচই পড়েছে সর্বত্র। অনেকেই সেই ছবি নিজের মোবাইলে তুলে রাখছেন। যদিও বিশেষজ্ঞরা এই ঘটনাকে পাত্তা দিতে নারাজ। তাদের দাবি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তবে সব মিলিয়ে ভ্যাকসিন নেওয়ার পরে দেহ চুম্বক এ পরিণত হবার দাবিতে হইচই শুরু হয়েছে সর্বত্র তা বলাই বাহুল্য।