রাজনীতি

“একশো,দুইশো নয়, জলঙ্গি থেকে একহাজার পারসেন্ট জিতবে তৃণমূল”: সৌমিক হোসেন

মুর্শিদাবাদে ভোটের দিনক্ষণ যতই এগিয়ে আসছে,ততই জমে উঠছে রাজনৈতিক ‘খেলা’র চমক। জেলার সীমান্তবর্তী ৭৬ নম্বর জলঙ্গি বিধানসভা কেন্দ্র এবারের একুশের নির্বাচনীয় অন্যতম নজরকাড়া কেন্দ্র। আর সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী আব্দুর রাজ্জাকের হয়ে জনসভায় প্রচার সারলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর তথা রানীনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী খোদ সৌমিক হোসেন। আর সেখানেই বিরোধী বাম- কংগ্রেস শিবিরে ফাটল ধরিয়ে প্রায় ৭০০ জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করে বলে দলীয় সূত্রে দাবি করা হয়। পাশাপাশি এদিনের সভামঞ্চ থেকে জলঙ্গি বাসীকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার কথা বলে দলের মধ্যে থেকে বেসুরো দের বার্তা দিয়ে ঐ বিধানসভা কেন্দ্র থেকে একহাজার পারসেন্ট জেতার নিশ্চয়তা দিলেন তৃণমূলের সৌমিক হোসেন। তিনি বলেন,”জলঙ্গীর মাটিতে তৃণমূলের একমাত্র প্রার্থী হচ্ছেন রাজ্জাক হোসেন। দলের মধ্যে থেকে যারা দল বিরোধী কাজ করছেন তাদেরকে মানুষ ক্ষমা করবে না। তাই এই কেন্দ্র থেকে কেবলমাত্র তৃণমূলের প্রার্থী আব্দুর রাজ্জাক একশো,দুইশো নয়, জলঙ্গি থেকে একহাজার পারসেন্ট জিতবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!