একাধিক বিয়ে! জোড়া কন্যা সন্তান জন্মানোর ‘অপরাধে’ মুর্শিদাবাদে স্ত্রীকে খুনের দায়ে গ্রেপ্তার করিৎকর্মা স্বামী।

একাধিক বিয়ে করে ক্ষান্ত থাকলেন না করিতকর্মা স্বামী। শেষ পর্যন্ত জোড়া কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে প্রথম স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার হলো স্বামী সামিরুল শেখ । খুন হয়ে যাওয়া গৃহবধূর নাম রুপালি বিবি। ভগবানগোলা থানার পলাশবাটি এর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় বছর ১২ আগে রুপালি বিবির সঙ্গে সামাজিক ভাবে বিয়ে হয় লালগোলা থানার মধুপুর কলোনির সানুয়ার শেখের ছেলে সমীরুল শেখ এর সঙ্গে। বিয়ের সময় চাহিদা মত নগদ টাকা ও সোনা গয়না সহ যাবতীয় বরপণ দেয় মেয়ের বাবা। কিন্তু আরোও বাড়তি যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর তার স্বামীর নির্যাতন চলতে থাকে বলে অভিযোগ। সম্প্রতি তাদের সম্পর্কের অবনতি ঘটলে ফের নতুন করে সামিরুল আরোও দুটি বিয়ে করে বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই রুপালির পরিবারের তরফে ওই করিৎকর্মা সামিরুল শেখের সঙ্গে যোগাযোগ করে রুপালির সঙ্গে তাদের পুরাতন সম্পর্ক ঠিক করার চেষ্টা করা হয়। এদিকে সুযোগসন্ধানী সামিরুল তার নিজের ভুল স্বীকার করে নতুন ভাবে সংসার শুরু করে রূপালী বিবির সঙ্গে। এরইমধ্যে আচমকা মাস দেড়েক আগে থেকে সমিরুল পরিবার সহ লালগোলা থেকে ভগবান গলায় শশুর বাড়িতে থাকতে শুরু করে। শেষ পর্যন্ত নিজের চাহিদা মেটাতে রুপালি বিবিকে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয় বলে অভিযোগ। সেইমতো রুপালির পরিবারের পক্ষ থেকে ঝুলন্ত দেহ দেখে ছুটে আসে তার পরিজনেরা। পাশাপাশি এই ঘটনায় রুপালির পরিবারের সদস্যরা সামিরুল এর কঠোর শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হয় স্ত্রীর খুনের দায়ে সামিরুল।