কংগ্রেসের কেন্দ্রীয় নেতা আনন্দ শর্মা বনাম প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দ্বৈরথ প্রকাশ্যে।

লুকোচুরি করে নয়, এবার কংগ্রেসের ঘরোয়া কোন্দল বিধানসভা নির্বাচনের মুখে কার্যত প্রকাশ্যে চলে এলো।সেক্ষেত্রে কংগ্রেসের কেন্দ্রীয় নেতা আনন্দ শর্মা বনাম পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আড়াআড়ি ভাবে প্রকাশ পেল বুধবার বহরমপুরে অধীর চৌধুরীর কথার মধ্যে দিয়ে। তাতেই ভোটের আগে নতুন করে কংগ্রেস সিপিএম এবং আব্বাস সিদ্দিকীর সাথে ত্রিমুখী জোট নিয়ে রীতিমত জলঘোলা পরিস্থিতি তৈরি হলো। মাত্র একদিন আগে কংগ্রেসের কেন্দ্রীয় নেতা আনন্দ শর্মা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকীর সঙ্গে কংগ্রেসের জোট গড়ার নিয়ে টুইট করে তার বিরুদ্ধাচারণ করেন।
এতেই রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়ে খোদ দলের এই নেতার বিরুদ্ধে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষোদগার করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর। তিনি এদিন কেন্দ্রীয় নেতা আনন্দ শর্মা কে কড়া বার্তা দিয়ে জানিয়ে দেন, কোনভাবেই জোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইট করে ভালো কাজ করেননি দলের নেতা আনন্দ শর্মা, প্রয়োজনে তার উচিত ছিল আমার সঙ্গে কথা বলার (অধীর)। এই কাজ কখনই সমর্থন যোগ্য নয়”।এরকম একগাদা অভিযোগের সুর অধীর চৌধুরীর গলায় কোন দলের বিরুদ্ধে বেরিয়ে আসায় রীতিমতো রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।