কংগ্রেসের গড় লালগোলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে অধীরকে হুঁশিয়ারি।

রাজনীতির আঙিনায় ‘ভাইপো’ নামে পরিচিত তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জীর এর সভা মঞ্চ থেকে তুলোধোনা করা হলো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কে।মঙ্গলবার ভারত বাংলা সীমান্তবর্তী লালগোলা বিধানসভা কেন্দ্রের ছাগল হাট ময়দানে তৃণমূল প্রার্থী মোহাম্মদ আলীর সমর্থনে দলীয় সভায় যোগ দিতে হেলিকপ্টারে করে উড়ে আসেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। আর সেখানেই কংগ্রেসের গড়ে দাঁড়িয়ে অধীর চৌধুরী কে নিশানা করে অভিষেক বলেন, আসলে অধীর চৌধুরী বিজেপির এজেন্ট। মুর্শিদাবাদ জেলায় গেরুয়া শিবিরের হয়ে কাজ করছে অধীর চৌধুরী।গ্যাসের দাম থেকে তেলের দাম বাড়ছে। প্ল্যাটফর্ম টিকিটের দাম আকাশছোঁয়া। একবারও সংসদে দাঁড়িয়ে এগুলোর প্রতিবাদ করেননি অধীর চৌধুরী। কারণ, কংগ্রেস বিজেপির সবচেয়ে বড় সাগরেদ। কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালি করা”। এখানেই থেমে না থেকে ‘মীরজাফর’ হিসেবে তুলনা টেনে নাম না করে সদ্য তৃণমূল ত্যাগী পরিবহন মন্ত্রী তথা বিধায়ক শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সাংসদ অভিষেক। সব মিলিয়ে দেখার বিষয় আগামী ২৬এপ্রিলের ভোটের বাক্সে এর প্রভাব পড়ে কিনা লালগোলায়।