কংগ্রেস বিধায়ক ফিরোজা বেগমের উপর তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতী হামলার অভিযোগে মুখ্যমন্ত্রীকে তুলোধোনা অধীরের।

কংগ্রেসের গড় বলে পরিচিত মুর্শিদাবাদে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের টানাপোড়েনে সরগরম রাজনীতি। আর সেক্ষেত্রে কংগ্রেসের রাণীনগরের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী ফিরোজা বেগমের ওপর তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতী হামলার অভিযোগ থেকে শুরু করে দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাতারাতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র প্রতিবাদ জানান। এই যাবতীয় ঘটনার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তুলোধোনা করেন অধীর বাবু। তিনি বলেন, মুর্শিদাবাদে একশ্রেণীর পুলিশ তৃণমূলকে জেতানোর জন্য ঠিকা নিয়ে বসে আছে। আর সেই মত ওই পুলিশের সঙ্গে তৃণমূলের দুষ্কৃতীরা হাত মিলিয়ে কংগ্রেসের বিধায়ক ফিরোজা বেগমের ওপর হামলা চালিয়েছে। অথচ মুখ্যমন্ত্রী নিজে তার ওপর অন্যায়ের প্রতিবাদ জানাতে একদিকে গান্ধী মূর্তি পাদদেশে বসেছেন। অন্যদিকে পারি মদতে তৃণমূলের দুষ্কৃতীরা বিরোধী দলের ওপর হামলা চালাচ্ছে। মুর্শিদাবাদে এই ধরনের বিরোধীদের ওপর আক্রমণ হামলার জন্য সম্প্রতি এই জেলার একসময়ের প্রাক্তন এসপি তথা আইপিএস তৃণমূলের প্রার্থী হয়ে এই যাবতীয় ঘটনা নিয়ন্ত্রণ করছে”।