করোনামুক্ত অধীর চৌধুরী, তৃণমূলের ‘খেলা’ রুখতে কংগ্রেসের গড় রক্ষা করবেন তিনি!

তিনি অধীর চৌধুরী। মুর্শিদাবাদের রাজনীতিতে তাঁর নামই ‘কাফিই’।শেষ দফার ভোটের আগে কংগ্রেস কর্মীদের মুখে চওড়া হাসি ফুটল বুধবার। অবশেষে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পরীক্ষার মাধ্যমে করোনা মুক্ত হলেন। অর্থাৎ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। এই খবরে জেলা কংগ্রেস মহলে খুশির আবহ তৈরি হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে নিজের মুখেই সে কথা জানান। অধীর বাবু এদিন সাংবাদিকদের বলেন,” অবশ্যই এটা খুব ভালো লাগছে যে শেষ পর্যন্ত আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এমন পরিস্থিতিতে আমাকে আইসোলেশনে থাকতে হয়েছিল যে ভোটের মুহূর্তে আমি দলীয় কর্মীদের জন্য ওই কটা দিন উপস্থিত থাকতে পারিনি। এটা একটা জীবনের বড় আফসোস।তবে সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা আশীর্বাদে আমি আজ সুস্থ হয়েছি এটা জীবনের বড় প্রাপ্তি”। আর এতেই উজ্জীবিত জেলার কংগ্রেস কর্মীরা রাস্তায় মুচকি হেঁসে বলছেন, এবার শেষ দফায় বৃহস্পতিবার তৃণমূলের ‘খেলা’ হবে না, কংগ্রেসের গড় বাঁচাবে অধীর চৌধুরীই।প্রসঙ্গত, দিন কয়েক আগে একটি দলীয় সভায় যোগ দিতে যাওয়ার আগের মূহুর্তে সংক্রমিত হয় প্রদেশ কংগ্রেস সভাপতি।