করোনা আক্রান্ত হয়ে মৃত্যু মুরারইয়ের বিদায়ী তৃণমূল বিধায়কের।

মুর্শিদাবাদের পর এবার করোনার-হানা গিয়ে পড়ল পার্শ্ববর্তী জেলা বীরভূমের মুরারয়ে।করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুরারইয়ের বিদায়ী বিধায়ক তৃণমূলের আব্দুর রহমানের।কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে মুরারই এলাকায়। ২০১৬ সালে মুরারই বিধানসভা কেন্দ্রের ২৮০ ভোটে জয়ী হন তিনি । এবারও তৃণমূলের পক্ষ থেকে মুরারই বিধানসভা কেন্দ্রের জন্য তাঁর নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর তিনি প্রচার শুরু করেন। মার্চ মাচের শেষের দিকে তিনি করোনা আক্রান্ত হন। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুরারই কেন্দ্রের প্রার্থী বদল করে তৃণমূল। শেষ মুহূর্তে সেখানে নতুন করে প্রার্থী করা হয় চিকিৎসক মোশারফ হোসেনকে। এদিকে শনিবার বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় আব্দুর রহমানের। ঘটনায় তৃণমূল শিবিরের শোকের ছায়া।