জেলা/ব্লক

কাজের খোঁজে গিয়ে নিখোঁজ মুর্শিদাবাদের যুবক।

কাজের খোঁজে ভিন রাজ্য কেরলে পরিযায়ী শ্রমিক হিসেবে গিয়ে নিখোঁজ হয়ে গেল মুর্শিদাবাদের এক যুবক। দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস কেটে গেলেও রাজমিস্ত্রি ওই যুবকের আজও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ ঐ পরিযায়ী শ্রমিক যুবকের অসিকুল ইসলাম(৩৩)। এই মুহূর্তে শ্রমিকের পরিবারের চরম উদ্বেগ আর উৎকণ্ঠা মধ্যে দিয়ে দিন কাটছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মথুরাপুর গ্রামে। অসিকুলের পরিবার সূত্রে জানা গেছে, কেরালা রাজ্যের কাননুর জেলার ঈরুক্কুর থানায় আজ থেকে সাড়ে তিন মাস পূর্বে রাজমিস্ত্রি কাজে গিয়েছিল আসিকুল। প্রতিদিনের ন্যায় গত ২৮ শে জুন নিজ আস্তানা থেকে কাজের সাইটে গিয়েছিল সে, সেখান থেকে স্থানীয় ব্যাংকে গিয়ে বাড়ির অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠায় পরে ফিরে এসে কাজ শুরু করে। পাশাপাশি অসিকুলের নিজস্ব মোবাইল ফোনটি স্থানীয় একটি মোবাইল রিপেয়ারিং সেন্টারে মেরামত করতে দেয়।পরে দুপুর দুটো নাগাদ সে তার মোবাইল ফোনটি আনার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। তখন থেকেই সে নিখোঁজ। তাকে দেখতে না পেয়ে তার অন্য সঙ্গীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তারা ওই মোবাইল দোকানে যাই তার বিষয়ে খোঁজ নিতে, কিন্তু সেখানেও সে যায়নি বলে নিশ্চিত করেন মোবাইল দোকানের মালিক। অবস্থা বেগতিক দেখে অসিকুলের সঙ্গী-সাথীরা স্থানীয় ঈরুক্কুর থানায় তার নামে একটি মিসিং ডায়েরি করেন। এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে উদ্ধারের জন্য অনুরোধ করেন প্রশাসনের নিকট। মথুরাপুরের স্থানীয় বাসিন্দা মোঃ ইমরান হোসেন বলেন, অসিকুলের স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে সহ গোটা পরিবার রয়েছে মহা বিপদে, আতঙ্কে রয়েছেন মা-বাবা ,আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। পরিবারের সকলের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার একমাত্র মাধ্যম ছিল অসিকুল তাকে যদি না পাওয়া যায় পুরো পরিবারটা ভেসে যাবে। এই অবস্থায় প্রশাসনিক আধিকারিকদের নীকট পরিবার সহ আমাদের সকলের অনুরোধ, যত দ্রুত সম্ভব উক্ত ব্যাক্তিকে তার পরিবারের নীকট ফিরিয়ে দেওয়ার উপযুক্ত ব্যবস্থা করা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!