জেলা/ব্লক
কারখানায় ঢুকে ধৃত চোর।

হাওড়া থানা এলাকায় একটি কারখানায় ঢুকে মোবাইল চুরির অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। অভিযোগ, মোবাইল চুরি করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে যান ওই যুবক। অভিযুক্ত যুবক নিজেকে বাঁচাতে মোবাইল ফেলে পালানোর চেষ্টা করেন। লোকজন তাড়া করে তাকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর কারখানার সামনেই রাস্তার একটি পোস্টে তাকে বেঁধে রাখা হয়। জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ। পরে গ্রেফতার করা হয়। তবে, সূত্রের খবর, ধৃত যুবকের নাম বিপিন্দর যাদব ।পুলিশের জেরায় ধৃত যুবক মোবাইল চুরি করতে আসার কথা কবুল করেছে বলে জানা গেছে।