কৃষ্ণপুর স্টেশনে ধুমধুমার কান্ড! আরপিএফ এর চরম অমানবিক আচরণ নিয়ে অসন্তোষ।

লালগোলা কৃষ্ণপুর স্টেশন চত্বরের ভিতরে প্লাটফর্মের উপর মঙ্গলবার সন্ধ্যার পরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কে রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখে যাত্রীরা। তৎক্ষণাৎ তারা পুরো বিষয়টি আরপিএফ নজরে আনলেও, চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকা ঐ ব্যক্তি কে উদ্ধারের কোনো চেষ্টা দেখানো হয়নি বলে অভিযোগ।দীর্ঘক্ষন ধরে এই অমানবিক পরিস্থিতি চলতে থাকার পরে, পরবর্তীতে যাত্রীদের ক্ষোভের মুখে টনক নড়ে মাঝবয়সী ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায় ধনঞ্জয় দাস নামের ওই ব্যক্তির বাড়ি ভগবানগোলা এলাকায়।
তবে কীভাবে তিনি গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় প্লাটফর্মের উপর পড়েছিলেন তা নিয়ে এখনো ধোঁয়াশা তৈরি হয়েছে।যাত্রীদের অনুমান কোনভাবে ট্রেনের ধাক্কায় জখম হন ওই ব্যক্তি। তবে রেলের দায়িত্বে থাকা আরপিএফ এর এমন অমানবিক আচরণে রীতিমতো ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে যাত্রী সকলেই।