জেলা/ব্লক
কেন্দ্র বাহিনী রুট মার্চ

মঙ্গলবার ফরাক্কা বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত আন্দুয়া কেন্দুয়া সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ করলেন কেন্দ্র বাহিনী, কথা বলেন এলাকা বাসিন্দাদের সাথে, এইদিন কেন্দ্র বাহিনী রুট মার্চ এ সঙ্গে ছিলেন ফরাক্কার SDPO, অসীম খান, ফরাক্কা থানার আইসি কিশোর সিনহা চৌধুরী, ফরাক্কার বিডিও সঞ্জয় বিশ্বাস।