রাজনীতি

কোচবিহার কাণ্ড নিয়ে মুখ খুললেন মুর্শিদাবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর, রাজ্য প্রশাসন ও তৃণমূলের ভূমিকা নিয়ে উৎকণ্ঠার সুর!

রাজ্য রাজনীতি জুড়ে শোরগোল ফেলে দেওয়া চতুর্থ দফার ভোটে শনিবার কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূল কর্মীদের ঘিরে রেখে বিক্ষোভ ও পরিস্থিতি সামাল দিতে গিয়ে গুলি চালনা কে কেন্দ্র করে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ খুললেন শেষপর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর সংসদ অধীর রঞ্জন চৌধুরী।এদিন জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক সভা সমিতির মধ্যে দিয়ে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মোহাম্মদ নিয়াজ উদ্দিন এর সমর্থনে ভোট প্রচারের শেষে অধীর বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো কোচবিহার কাণ্ড নিয়ে তার উৎকণ্ঠা চরমভাবে প্রকাশ করেন। তিনি তাৎপর্যপূর্ণভাবে বলেন, বাংলায় বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে খুনোখুনি হচ্ছে তা নিয়ে আমরা খুব চিন্তায় আছি”।কার্যত রাজ্যের শাসক দল তৃণমূলের রাজ্যে ভোট নির্বিগ্নে চালনা করা নিয়ে গভীর এই চিন্তা প্রকাশ করা অধীর চৌধুরীর পক্ষে এই মুহূর্তে যথেষ্ট বার্তাবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অধীর বাবু এদিন ভোট পরিচালনার ক্ষেত্রে রাজ্য প্রশাসন ও শাসক দল তৃণমূল এর ভূমিকা কে কাটগড়ায় তুলে বলেন,”আমাদের রাজ্যে সবে মাত্র চার দফা নির্বাচন হয়েছে। এখনো চারদফা বাকি অথচ তার আগেই এইভাবে একের পর এক খুন-জখমের ঘটনা ঘটছে। অথচ শাসক দল তৃণমূল নেতারা তাদের উস্কানি মূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।যার ফলে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে।এটা কাক্ষিত নয়”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!