জেলা/ব্লক
খবরের জের! স্বামী খুনে অভিযুক্ত গৃহবধূর চুল কাটার অপরাধে গ্রেপ্তার ৩।

প্রাইম বাংলা ২৪ খবরের জেরে শেষ পর্যন্ত লালগোলায় স্ত্রীর পরকীয়ার অভিযোগে স্বামীর খুনে গৃহবধূর চুল কেটে পোড়ানোর অপরাধে বুধবার গ্রেফতার করা হল তিন জনকে। সেইমতো তাদের বাখরপুর সহ পার্শ্ববর্তী এলাকা থেকে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় বলেই জানা যায়। প্রসঙ্গত, দিন দুয়েক আগে,ওই গ্রামের বাসিন্দা মাসাদুল শেখ এর রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ির মধ্যে থেকে। ঘটনায় অভিযোগের তীর ওঠে তার স্ত্রী ফুলটুসি বিবির দিকে। সেক্ষেত্রে মাসাদুল এর পরিবারের লোক অভিযোগ করে ফুলটুসির পরকীয়ায় তার স্বামী বাধা হয়ে দাঁড়ানোর জন্য তাকে পরিকল্পনা করে খুন করা হয়। এরপরই গ্রামের মাতব্বরেরা ওই গৃহবধূর মাথার চুল কেটে গ্রামে ঘোড়ায়। সেই খবর সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। গ্রেফতার হয় তিনজন।