জেলা/ব্লক
গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে বহরমপুরে সান্ধ্যকালীন বস্ত্র বিতরণ।

বহরমপুর -: গান্ধী জয়ন্তীর স্মরণে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে সান্ধ্যকালীন বস্ত্র বিতরনের আয়োজন করা হল শনিবার। সেইমতো এদিন ২২ নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়ে স্থানীয় তৃণমূল যুব নেতা সপ্তর্ষি সাহা, তৃণমূল শিক্ষক সংগঠনের বিশিষ্ট শিক্ষক মোঃ নুরামিন সহ কলেজ অধ্যাপিকা মুনমুন পালবাগ সকলে মিলে বিভিন্ন বয়সী মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। এদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শতাধিক মহিলা নতুন পরিধানযোগ্য বস্ত্র পেয়ে পুজোর মুখে উচ্ছ্বাস প্রকাশ করেন।