ঘূর্ণিঝড় যশ নিয়ে এলাকাবাসীদের সচেতনতায় মন্ত্রী।

আবহাওয়া দপ্তরের পূর্ব বাণী মেনে বুধবার দক্ষিণ বঙ্গের জেলা মুর্শিদাবাদ আসলে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ। স্বাভাবিকভাবেই সেই ঘূর্ণিঝড়ের আগে সাধারণ মানুষকে সচেতনতার লক্ষ্যে একদিকে যেমন রাজ্য সরকারের পক্ষ থেকে আপদকালীন বিভিন্ন দপ্তর কে সজাগ রাখা হয়েছে, পাশাপাশি জনপ্রতিনিধি থেকে মন্ত্রী তারাও এলাকায় ঘুরছেন রীতিমতো। সোমবার সাগরদীঘির বিধায়ক তথা খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন বিভাগ এর মন্ত্রী সুব্রত সাহা দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বহরমপুরের পোড়াডাঙ্গা সহ কাঠালিয়া বালিচোওড়া গ্রাম পরিদর্শন করেন। গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের আগাম ঝড়ের সর্তকতা বাণী যেমন শোনান মন্ত্রিসাহেব পাশাপাশি বিপদ থেকে বাঁচার জন্য করণীয় বিভিন্ন পদক্ষেপ সম্বন্ধেও তাদের সামনে আলোচনা করেন তিনি। মন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকেন তার সঙ্গী মোঃ নুর আমিন। মন্ত্রী বলেন,’আমরা এলাকাবাসীকে সর্বতোভাবে ঘূর্ণিঝড় সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি’।