চরম অমানবিক! নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ৪ সারমেয় শাবককে আলকাতারা তে ডুবিয়ে মারার অভিযোগ।

চরম অমানবিক! এককথায় শিউরে ওঠা কান্ড।সারমেয় শাবককে আলকাতরায় চুবিয়ে হত্যার অভিযোগ উঠল একজন নিরাপত্তারক্ষীর বিরূদ্ধে । ঘটনাটি দুর্গাপুরের নিউটাউনশীপ থানার আর আই পি প্লট শিল্পতালুকের । অভিযোগের তীর এক নিরাপত্তা এজেন্সির রক্ষী আশীষ ব্যানার্জীর বিরূদ্ধে । দুপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে । আজ একটি পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে স্থানীয় বিধাননগর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয় । সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুস্মিতা সেনগুপ্ত । ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে যাতে অভিযুক্তকে চিহ্নিত করা গেছে । ১টি শাবককে উদ্ধার করেছে অন্য নিরাপত্তারক্ষীরা । আজ আহত শাবকটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেছে পশুপ্রেমী সংগঠনটি । উপযুক্ত ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসকঅর্ঘ্যপ্রসুন কাজি ।