চরম মর্মান্তিক! নিজের শিশু সন্তানকে খুন করে আত্মঘাতী মা।

চরম মর্মান্তিকভাবে নিজের সদ্যোজাত মাস তিনেকের শিশুসন্তানকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে আত্মঘাতী হলেন খোদ মা নিজেই।তিন মাসের পুত্র সন্তানকে নিজে হাতে খুন করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মা। সোমবার এ ঘটনায় ডোমকলের জোতকানাই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।পরবর্তীতে ডোমকল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে পার্শ্ববর্তী থানা জলঙ্গি জোতকানাই এলাকার বাসিন্দা ওই গৃহবধূ সঙ্গে ডোমকলের পেশায় দিনমজুর এক যুবকের বিয়ে হয়। সম্প্রতি তাদের সন্তান জন্মের পর থেকেই কেমন যেন মন মরা হয়ে থাকতেন ওই মা বলেই পাড়া-প্রতিবেশীরা জানান। তারপরেই এদিন নিজের সদ্যোজাত শিশু সন্তানকে খুন করে আত্মঘাতী হয় ওই মা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।