জেলা/ব্লক
জমি বিবাদের জেরে খুন !

গ্রামের দুই প্রতিবেশীর মধ্যে জমি বিবাদের জেরে খুন হতে হবে একজনকে। নদীয়ার সাবজোলা গ্রামে ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম মিঠু আইচ(৪২)। স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তির সঙ্গে তার গ্রামের সুবল রাজোয়ারের সঙ্গে জমি নিয়ে গন্ডগোল ছিল।অভিযোগ, সুবল তার দলবল নিয়ে জমি দখল করতে যান। দুজনের মধ্যে চরম গন্ডগোল শুরু হয়। সুমন ও তার লোকজন মিঠু আইচের ওপরে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। চিৎকার-চেঁচামেচি জড়ো হয় এলাকার লোকজন। মিঠু আইচকে বেথুয়া ডহরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।