জেলা/ব্লক
জলঙ্গি বিধানসভা এলাকায় তৃণমূলের প্রচারে মাঠে নামলেন স্থানীয় দলনেত্রী।

বিধানসভা নির্বাচনের কাঠি পড়তেই জমে উঠেছে শাসক দল তৃণমূল রাজনৈতিক প্রচার। পিছিয়ে নেই জলঙ্গি বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেত্রীও।
সেইমতো বিধানসভার সাদিখানদেয়ার অঞ্চলে জনসংযোগের মাধ্যমে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ শীর্ষক স্লোগান কে হাতিয়ার করে জেলাপরিষদ সদস্যা সৈয়দ রাফিকা সুলতানা ভোট প্রচারে মাঠে নামলেন পুরোদমে। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা ঠিকমতো মানুষ পাচ্ছে কি না তার খোঁজখবর নিতে তিনি হাজির হন এলাকার মানুষের বাড়ি বাড়ি।