ট্রেন চালুর দাবিতে তুলকালাম,! ভাঙচুর থেকে পুলিশের উপর আক্রমণ।

ট্রেন চালুর দাবিতে তুলকালাম,! ভাঙচুর থেকে পুলিশের উপর আক্রমণ।
আচমকা লোকাল ট্রেন চালুর দাবিতে বৃহস্পতিবার দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিলো কলকাতা সংলগ্ন ঘুটিয়ারি শরীফ থেকে শুরু করে, সোনারপুর মল্লিকপুর এলাকায়।সঙ্গে পুলিশ এর গাড়ি ভাঙচুর, পাথর বর্ষণ চলে দিদার। ঘটনায় আহত হয় একাধিক পুলিশকর্মী। প্রথমে মল্লিকপুর স্টেশনে অবরোধের জেরে উত্তাল হল এলাকা। পরে অবরোধকারীরা সোনারপুর জি আর পি পুলিশ এর গাড়ি ভাঙচুর করে, লাইনে বসে বিক্ষোভ দেখায়. এর জেরে ডাউন ডায়মন্ডহারবার ট্রেন আটকে পরে, আবার আপ বারুইপুর ট্রেন ও মাঝপথে আটকে পড়ে, ঘটনার জেরে সোনারর জি আর পি পুলিশ, থানা, আর পি এফ পুলিশ এলাকায় যায়. পুলিশ অবরোধ তুলতে গেলে জনতা মারমুখী হয়ে ওঠে, লাঠি নিয়ে পুলিশ কে তারা করে,পুলিশ পিছু হটে. এক লেডি কনস্টেবেলকে দোকানে গিয়ে আশ্রয় নিতে হয়. অবরোধ চলতে থাকে. চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের. পর বারুইপুর থানার, সোনারপুর থানার, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার, এস ডিপিও সহ আরো পুলিশ ঘটনাস্থলে যায়. আলোচনার পর পুলিশ অবরোধ তুলতে যায়, এর মধ্যে উত্তেজিত জনতার উপর সোনারপুর আর পি এফ পুলিশ লাঠি চার্জ করলে জনতা পুলিশ কে লক্ষ করে পাথর ছোড়ে, এতে এক পুলিশ কর্মী আহত হয়. এরপর উত্তেজনা আরো বাড়ে।আবার আলোচনায় বসে পুলিশ আধিকারিকরা।