প্রশাসনিক গাফিলতিতে জল জমে বেহাল অবস্থা ডায়মন্ডহারবার পৌর এলাকায়, সামাল দিতে এলাকা পরিদর্শন।

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার :- বর্ষার মরশুমে বৃষ্টির জমা জলে দুর্ভোগে পড়তে হয় প্রতিবার ডায়মন্ড হারবার পুরসভাবাসীর। প্রশাসনিক কাজের গাফিলতিতে এবারও পুরসভা এলাকায় জলনিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় রাস্তায় জল জমে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।স্বাভাবিকভাবেই চরম নাগালের মধ্যে দিন কাটছে নিত্যযাত্রী থেকে গাড়ি চালকদের।এমন পরিস্থিতিতে খানিকটা হলেও স্বাভাবিক অবস্থা নিয়ে আনতে এলাকা পরিক্রমা বের হন ডায়মন্ডহারবার পুরো কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। সেক্ষেত্রে কিছুটা হলেও পরিস্থিতি বাগে আনতে খালের উপর অবৈধ নির্মাণ গুলিতে গিয়ে সচেতন করে শুক্রবার ডায়মন্ড হারবার পুরসভা কর্তৃপক্ষ। ডায়মন্ড হারবার পুরসভার ৩, ৪ নং ওয়ার্ডে খালের উপর তৈরী হওয়া অবৈধ নির্মান গুলিতে হুঁশিয়ারি দিয়ে আসা হয়।পাশাপাশি পুরসভার পক্ষ থেকে জানানো হয়, একটু বৃষ্টিতে জলমগ্ন হয়ে পরে ডায়মন্ড হারবার পুরসভার একাধিক ওয়ার্ড তাই জল নিকাশি ব্যবস্থা সচল রাখতে পুরসভা এলাকার খালের উপর অবৈধ নির্মান বন্ধ করতে হবে ।