রাজনীতি
তৃণমূলকে হারাতে বামেদের পাখির চোখ নবগ্রাম!

নিজেদের হারিয়ে যাওয়া পায়ের তলার মাটি পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে সিপিএম। সেইমতো একসময় বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত নবগ্রাম বিধানসভা বর্তমানে সিপিএমের হাতছাড়া হয়েছে, কারণ তাদের গতবারের জয়ী বিধায়ক কানাই চন্দ্র মন্ডল দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছেন। আর তাই বামেরা তাদের এবারের নির্বাচনে ওই কেন্দ্র থেকে নতুন প্রার্থী কৃপালিনী ঘোষকে জেতাতে মরিয়া হয়ে উঠেছে।
সেক্ষেত্রে কর্মসংস্থানের ইস্যুকে সামনে রেখে নবগ্রামের নারিকেল বাগানে জনসভার আয়োজন করা হয় রবিবার।উপস্থিত হন নবগ্রাম বিধানসভার সংযুক্ত মোর্চার জোট প্রার্থী কৃপালিনী ঘোষ,এবং মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার জোট প্রার্থী নিয়াজুদ্দিন সেখ ,ও নন্দীগ্রামের প্রার্থী মীনাক্ষী মুখার্জি। সহ সিপিআইএম ও কংগ্রেস এর নেতাকর্মীরা।