তৃণমূলের নতুন ‘খেলা’!অধীর ঘনিষ্ঠ কংগ্রেসে যোগদানকারী নেতা, জনপ্রতিনিধিদের তৃণমূলে পুনরায় ফিরে আসা ঠেকাতে নয়া দাওয়াই।

শুরু হয়েছে মুর্শিদাবাদে তৃণমূলের নতুন ‘খেলা’! একদিকে সম্প্রতি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির জোটের বৈঠকে কংগ্রেসকে তৃণমূলের তরফে ‘বাদ’ রাখা সংবাদমাধ্যমে সরব হয়ে উঠতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কে। তারপরেই তড়িঘড়ি মুর্শিদাবাদে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক ‘খেলা’ শুরু করার দিকে এগোতে শুরু করল তৃণমূল নেতৃত্ব।
সেইমতো সদ্য সমাপ্ত হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে যেসকল তৃণমূলের জনপ্রতিনিধি, হেভিওয়েট নেতা,জেলা পরিষদের সভাধিপতি দল ত্যাগ করে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এ যোগদান করেছিল তাদের যাতে কোনোভাবেই পুনরায় তৃণমূলে ফিরিয়ে আনা না হয় সেই জন্য জেলা পরিষদের ৫৮ জন সদস্য মিলে একটি রেজিলিউশন গ্রহণ করে। সূত্র মারফত জানা যায়, ওই রেজুলিউশনের বিশেষত্ব জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল ত্যাগী অধীর ঘনিষ্ঠ মোশারফ হোসেনকে তৃণমূলের ফিরিয়ে না আনার পক্ষে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।রাজনৈতিক মহলের ধারণা আগামী লোকসভা নির্বাচনে অধীরকে জেলাতে পুরোপুরিভাবে কোণঠাসা করতে তৃণমূলের এই নতুন ‘খেলা’।