রাজনীতি
তৃণমূলের পাল্টা নবগ্রামে সিপিএমের প্রচার।

পায়ের তলার আলগা হয়ে যাওয়া রাজনৈতিক মাটি পুনরুদ্ধার করতে মরিয়া সিপিএম।
সেইমতো নবগ্রাম বিধানসভা কেন্দ্রে জয় লাভ করতে এবারের বিধানসভা ভোটের বাম কংগ্রেস জোট প্রার্থী কৃপালিনী ঘোষ বাড়ি বাড়ি ভোট প্রচার সারলেন নারায়নপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে। প্রচারে ছিলেন নারায়ণ পুর অঞ্চল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল সহ সিপিএমের এরিয়া কমিটির সদস্য জিল্লার রহমান।