তৃণমূলের প্রার্থী ঘোষণা হতে প্রচারে নামলেন বহু প্রচলিত হুমায়ুন কবীর

এককথায় মুর্শিদাবাদের রাজনীতির এক বর্ণময় চরিত্র হুমায়ুন কবীর। শুরুতে কংগ্রেস পরে তৃণমূল, সেখান থেকে বিজেপি,কংগ্রেস হয়ে আবারো তৃণমূলে ফেরা। এহেন এক বিচিত্র মুর্শিদাবাদের বর্ণময় রাজনৈতিক ব্যক্তিত্বকে ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকে জনো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে নির্বাচিত করায়। শনিবার থেকে প্রথম নিজের ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির সালার ব্লকের টিঁয়া এলাকা থেকে ভোটের প্রচার শুরু করেন। কয়েক শো মটর বাইক মিছিল নিয়ে ভোটের প্রচারে নেমে পড়েন তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালে মুর্শিদাবাদ লোকসভা আসনে বিজেপির প্রাথী ছিলেন তিনি পরাজিত হন পরে আবার কংগ্রেস দলে ফিরে আসেন কিন্তু ২০২০ সালের সেপ্টেম্বরে তিনি ফের তৃণমূল দলে নাম লেখান। তাকে ভরতপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল দল। তার প্রচারে উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভা নির্বাচন কমিটির চেয়ারম্যান মুস্তাফিজুল রহমান ও মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল সাধারণ সম্পাদক রেজাউল সেখ।