রাজনীতি
তৃণমূলের প্রার্থী ঘোষনা না হতেই দেয়ালে চলছে ‘খেলা হবে’ স্লোগানে প্রচার।

শাসক দল তৃণমূলের প্রার্থীপদ ঘোষনা না হতেই, তার আগে থেকেই দেয়াল দখল করে চলছে নবগ্রাম এলাকায় ‘খেলা হবে’স্লোগানের মাধ্যমে প্রচার। মূলত জেলার নবগ্রাম থানার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের নারায়ণ পুর গ্রাম পঞ্চায়েতের পলসনডা মোড়ে মোড়ে তৃণমূল কংগ্রেসের এই দেওয়াল লিখন কাজ চলছে। জোড়া ফুল এর ছবি এঁকে প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়া হচ্ছে। কেবল দেওয়ালে লেখা হচ্ছে বাংলার নিজের মেয়েকে চাই ও ‘খেলা হবে’।
নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শ্যামল ঘোষ জানান,দলের নেত্রী যার নাম ঘোষণা করুক না কেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস একত্রিত হয়ে সেটা মেনে নিয়ে প্রার্থী কে জেতাবেন।এবং জানিয়েছেন তাদের দলের প্রার্থী একটাই সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।