রাজনীতি
তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

নিশংসভাবে পরিকল্পনা করে কোচবিহার দিনহাটা তে বিজেপির মন্ডল সভাপতি কে খুনের ঘটনার অভিযোগ তুলে প্রতিবাদে অবস্থান বিক্ষোভে শামিল হল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা। সেইমতো বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি, পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় জেলা বিজেপির পক্ষ থেকে। এই কর্মসূচিতে
কালো ব্যাজ পরে মেদিনীপুর শহরের রিং রোডে প্রতিবাদী মিছিল ঘুরিয়ে সকলেই জেলাশাসক দপ্তরের সামনে কালেক্টরেট মোড়ে হাজির হন।