তৃণমূল সুপ্রিমোই গোল কিপারের ভূমিকায়!কার্টুন একেই বিরোধীদের জবাব তৃনমুলের।
বিধানসভা নির্বাচনের আগেই জমে উঠেছে শাসক দল তৃণমূল এর রাজনৈতিক প্রচার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। পাশাপাশি নির্বাচনে প্রচারে এগিয়ে রাখতে ঝাপিয়ে পড়েছে তৃনমুল ও বিজেপি। আর ‘খেলা হবে’ এই শ্লোগান নিয়ে আসর জমিয়ে তুলেছে বিজেপি তৃনমুল। এখন ভোটের নির্ঘন্ট প্রকাশ হয়নি। প্রার্থী তালিকায় ঘোষনা হয়নি। কিন্তু তাতে কি আসে যায়। দেওয়াল লিখনে ঝড় তুলেছে গেরুয়া ও সবুজ বাহিনী। গতকাল তৃনমুল নেত্রী ঘোষনা করেন খেলা হবে আর তিনিই গোল কিপার থাকবেন। আর তাতেই উতসাহিত দলের কর্মীরা। নিজেদের দলের প্রচার কে একধাপ এগিয়ে রাখতেই কার্টুন একে দেওয়াল লিখন তৃনমুলের। বাঁকুড়ার বড়জোড়া বিধানসভায় ছান্দার এলাকায় তৃনমুল কর্মীরা শুরু করেছেন প্রচার। দেওয়ালে কার্টুন একে বিরোধিদের আক্রমন। আবার দেওয়ালে দেখা যাচ্ছে খেলায় দিদির হাতে ট্রফি, খেলায় জয়ী মমতা। দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে দিদিই গোলরক্ষকের আসনে। খেলা হবে দিদিই গোল রক্ষক। এই ভাবেই দলের কর্মীদের উতসাহিত করতে এবং জনগনকে আকর্ষন করতে এমন অভিনব দেওয়াল লিখন তৃনমুলের। তৃনমুল যুব নেত্রী অর্চিতা বিদ বলেন, দিদি যখন গোলরক্ষক, বাংলাকে তিনিই বাঁচাবেন।