রাজনীতি

তৃণমূল সুপ্রিমোর ভাগ্য পরীক্ষার দিনেই মুর্শিদাবাদ কেন্দ্রে নমিনেশন জমা গেরুয়া শিবিরের।

খানিকটা কাকতালীয় বটে। তবে এমন রাজনৈতিক ঘটনা রীতিমতো শোরগোল পড়েছে সর্বত্র।একদিকে যখন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নজরকাড়া নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য পরীক্ষার জন্য ভোটগ্রহণপর্ব চলছে।ঠিক তখনই রাজ্যের অপরপ্রান্তে সীমান্তের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত মুর্শিদাবাদ কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলার বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ।যদিও এদিন লালবাগ মহকুমা শাসকের কার্যালয়ে নমিনেশন জমা দেওয়া কে কেন্দ্র করে একাধিক বেনিয়মের অভিযোগ তুলে কমিশনের কাছে দ্বারস্থ হওয়ার কথা জানান তিনি। গৌরীশংকর বাবু বলেন, নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে তৃণমূল প্রার্থী নমিনেশন দেওয়ার সময় দলীয় কর্মী সমর্থক ও গাড়ি নিয়ে মহকুমা শাসকের কার্যালয় চত্বরে প্রবেশ করেছেন। অথচ বিজেপির প্রার্থীদের সঙ্গে তাদের সমর্থকরা এলে তাদের বাধা দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ থানার আইসি তৃণমূলের হয়ে এলাকায় চামচাগিরি করছে। আমরা এর প্রতিবাদে নির্বাচন কমিশনকে অভিযোগ জানাচ্ছি”।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!