রাজনীতি
দলত্যাগী তৃণমূল নেতা অভিমানে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী!

দীর্ঘদিন ধরেই কানাঘুষো চলছিল। অবশেষে তা বুধবার সত্যি প্রমাণিত হলো। সম্প্রতি রঘুনাথগঞ্জ এলাকার তৃণমূল নেতা দল ত্যাগ করে বহরমপুর এ কংগ্রেস কার্যালয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী হাত ধরে কংগ্রেসে যোগদান করে। আর এখান থেকেই তৈরি হয়েছিল নতুন জল্পনা। নিজের পুরাতন দল তৃণমূলে টিকিট না পেয়ে অভিমানে আশা করে কংগ্রেসে যোগদান করেছিল ওই নাসির শেখ। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের কাছ থেকেও আশাহত হয়ে তার কপালে জোটেনি বিধানসভা ভোটে লড়াই করার প্রার্থীপদের টিকিট। অভিমানেই শেষ পর্যন্ত বুধবার নাসির শেখ রঘুনাথগঞ্জ এলাকায় একটি কর্মীসভা মধ্যে দিয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করলেন প্রকাশ্যে।