রাজ্য
দিনের আলোয় প্রৌঢ় কে কুপিয়ে খুন

দিনের আলোয় সকলের চোখের সামনে কার্যত বাজারের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। রবিবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো বাগনানের নুন্টিয়া বাজারে। মৃত বৃদ্ধের নাম সেখ আব্দুল খালেক। বাড়ি বাগনানের খাজুরনান গ্রামে। অভিযুক্ত যুবকের নাম সেখ আসরাফ। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।জানা গেছে দীর্ঘদিন ধরেই আব্দুল খালেকের পরিবারের সঙ্গে আসরাফের পরিবারের বিবাদ চলছিল। মাঝে মধ্যেই দুটি পরিবারের মধ্যে অশান্তি হত। এদিন আব্দুল খালেক নুন্টিয়া বাজারে বাজার করতে এসে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। অভিযোগ সেই সময় আচমকা আসরাফ সেখানে এসে একটি ধারালো অস্ত্র দিয়ে আব্দুল খালেকের গলায় এবং মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়।