দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলো বিধায়ক।

নির্মীয়মান বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে রান্নার সময় দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে আর্থিক সহায়তা দিতে এগিয়ে এলো রাণীনগরের বিধায়ক সৌমিক হোসেন। মুর্শিদাবাদের টেকারাইপুর বালুমাটি অঞ্চলের অন্তর্গত বালুমাটি গ্রামের একটি নির্মীয়মান কংক্রিটের বাড়িতে রান্নার আয়োজন এর সময় আচমকা অসাবধানতার জনিত কারণে গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা ঘটে। কার্যত লন্ডভন্ড হয়ে যায় পুরো রান্নাঘর। ছাদের উপরের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দেওয়ালের প্লাস্টারের চামর পর্যন্ত খুলে পড়ে ওই দুর্ঘটনার জেরে। তড়িঘড়ি ওই পরিবারের পাশে দাঁড়াতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সেখানে হাজির হন রানী নগর এলাকার তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন। পরিবারের হাতে আর্থিক সাহায্য স্বরূপ নগদ ৫০০০ হাজার টাকা তুলে দেন তিনি। এই ব্যাপারে বিধায়ক বলেন,” আচমকা রান্না করার সময় ওই দুর্ঘটনা ঘটে। সাবিক ভাবেই এই ঘটনার ফলে ওই পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী দিনে ওই ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে সর্বতোভাবে আমরা থাকবো”।