জেলা/ব্লক
দুর্ঘটনাগ্রস্ত পরিবার কে সহযোগিতায় খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রী।

আগুনে পুড়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সাগরদিঘী এলাকার ঈশ্বর বাটি গ্রামের একটি পরিবার। স্বাভাবিকভাবেই আগুনের বাড়ির যাবতীয় জিনিসপত্র থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র সরঞ্জাম সবকিছু আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।অসহায় ওই পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন স্থানীয় বিধায়ক তথা খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যানপালন দপ্তরের মন্ত্রী সুব্রত সাহা। ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে খাদ্যপণ্য চালডাল সহ বেশ কিছু পোষাক তুলে দেন তিনি। তার সঙ্গে উপস্থিত থাকেন তার পুত্র সপ্তর্ষি সাহাও।