ধামসা মাদলের তালে পা মিলিয়ে প্রচার সারছেন তৃণমূল প্রার্থী তারকা সায়ন্তিকা

বিরোধীদের কে হারাতে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের মন জয়ের তাদের সঙ্গে মিশে কখনো গল্প করে আড্ডা দিয়ে, কখনো বা সেখানকার আদিবাসী অধ্যুষিত এলাকায় ধামসা মাদলের তালে পা মিলিয়ে চমকপ্রদ প্রচার সারলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায়।সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মে বেড়ে ওঠা কলকাতায়। পেশার প্রয়োজনে জেলায় গেলেও সেলিব্রিটি হওয়ার যন্ত্রণায় সেভাবে মেশা হয়নি মানুষের সাথে। কিন্তু এবার তাঁর যাত্রা অন্যপথে। সেলিব্রিটি হিসাবে নয় তৃনমূলের প্রার্থী হয়ে স্রেফ সায়ন্তিকা হিসাবে তিনি বাঁকুড়ার গ্রাম গঞ্জ ঘুরে প্রচার চালাচ্ছেন। এখানে লাইট, আকশান, ক্যামেরার কমান্ড নেই, নেই সেলিব্রিটির মোড়কে নিজেকে মুড়ে রাখার কর্পোরেট দায়বদ্ধতা। তাই প্রচারে বেরিয়ে নিজের মতো করে বাঁকুড়াকে চিনতে চাইছেন সায়ন্তিকা।
আর তাই কখনো প্রচারের ফাঁকে কখনো তাঁর দেখা মিলছে অভিজাত লন টেনিসের কোর্টে তো আবার কখনো একেবারেই মাটির কাছাকাছি থাকা গরীব কৃষক পরিবারের উঠোনে গ্রাম্যবধূর মতো কুলো হাতে সরষে বাছাই করতে। রাঢের নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিতি ঘটাতে কখনো নিজের প্রচারে অংশ নেওয়া সাওতাল মহিলাদের সাথে ধামসা মাদলে পা মেলাচ্ছেন তিনি। মেলাচ্ছেন গলাও। তবে এতকিছুর পরেও শেষ পর্যন্ত তার কপালে জয়ের তিলক ওঠে কিনা কার জন্য অপেক্ষা করতে হবে ২ রা মে পর্যন্ত