রাজনীতি
ধুন্ধুমার কান্ড! রাতে স্ট্রং রুম পাহারারত বিজেপি কর্মী কে ঘিরে ধরে আক্রমণ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের।

সপ্তম দফার ভোট মিটে যাওয়ার পরে বেহালা ব্রতচারী স্কুলে ইভিএম স্ট্রং রুমের বাইরে রাতে পাহারা দিচ্ছিল বিজেপি কর্মী সূরজ সাউ। অভিযোগ, স্কুল চত্বর থেকে যখন সে বেরিয়ে আসে তখন তাকে আচমকা রাতে ঘিরে ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক ভাবে মারধর শুরু করে। সূরজ সাউ-এর বক্তব্য সে বিজেপি করে বলে তৃণমূল আশ্রিত গুন্ডারা তাকে এভাবে মারলো। প্রাণ বাঁচাতে কোন রকমে ওখান থেকে পালিয়ে তাদের অন্য কর্মী-সমর্থকদের ঘটনাটি ফোন করে জানায় সঙ্গে সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা চলে আসে তারপর তাকে নিয়ে বেহালা বিদ্যাসাগর হসপিটালে নিয়ে যায়। তাকে বিদ্যাসাগর হসপিটাল থেকে প্রাথমিক চিকিৎসা করিয়ে ঠাকুরপুকুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল