জেলা/ব্লক
নবগ্রামে অবৈধ আধার কার্ড তৈরিতে গ্রেপ্তার ২।

টাকার বিনিময় মুর্শিদাবাদ জুড়ে বানানো হচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধ আধার কার্ড। সেইমতো গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিয়ে অবৈধ ভাবে আধার কার্ড তৈরির করায় গ্রেপ্তার গ্রেফতার হলো দুই যুবক।ঘটনায় নবগ্রাম থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের নাম শুভ দেওয়ান ও অমিত মহলদার। জানা যায়, নবগ্রামের পলসা গ্রামে নিজের বাড়িতে মোটা টাকার বিনিময়ে অবৈধ ভাবে আধার কার্ড তৈরি করেছিল ঐ দুই যুবক।নবগ্রাম থানার পুলিশ খবর পেয়ে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে।উদ্ধার হয় ল্যাপটপ ,ফিঙ্গারপ্রিন্ট মেশিন সহ একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস।নবগ্রাম থানার পুলিশ ধৃতদের বিরুধ্যে জালিয়াতি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা করে। বুধবার দশ দিনের দিনের পুলিশ হেফাজতের আবেদন রেখে আদালতে তোলা হয়।