জেলা/ব্লক
নবগ্রামে ফার্ম হাউস পরিদর্শনে আধিকারিকেরা।

বর্ষা মরশুমে মুর্শিদাবাদ জেলার অন্যতম কৃষি প্রধান এলাকা নবগ্রামের ফার্ম হাউসের হালচাল সরেজমিনে পরিদর্শন করলেন আধিকারিকেরা। মঙ্গলবার ওই পরিদর্শনে হাজির অল জেলাশাসক থেকে শুরু করে নবগ্রামের স্থানীয় ভিডিও পংকজ বাস থেকে শুরু করে এডিও বরুণ খাঁ সহ অন্যান্য কৃষি আধিকারিকরা। এদিন কৃষকদের কৃষি কাজের ক্ষেত্রে নানান ধরনের সমস্যা ও অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন উপস্থিত সরকারি কর্মীরা। পাশাপাশি তাদের আশ্বাস দেন আগামী দিনে কৃষিকাজে যাবতীয় সহযোগিতা করার।