নবগ্রামে ভোট গ্রহণ কেন্দ্র থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবিতে তৃণমূল কর্মীদের তুমুল বিক্ষোভ।

সর্বত্র যখন বিরোধীরা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটের দাবিতে সরব হয়েছেন,এখন এক বিপরীত ছবি দেখা গেল সোমবার ভোটের দিন মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের ৮৩ নম্বর বুথের সামনে। কার্যত এদিন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা কেন্দ্রীয় বাহিনীকে ভোট গ্রহণ কেন্দ্র থেকে অপসারণের দাবিতে স্থানীয় পুলিশ আধিকারিকদের চাপ দিতে থাকেন। জানা যায়, এদিন তৃণমূলের স্থানীয় ব্লক সম্পাদক রুবেল আলী ও তার সমর্থকদের সঙ্গে ভোট গ্রহণ কেন্দ্র থেকে ২০০ মিটার দূরে ক্যাম্প করা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর বচসার জেরে ঝামেলা শুরু হয়। সেখান থেকেই মারপিট সংঘর্ষ বাধে।এরপর এই তৃণমূল কর্মীরা একাট্টা হয়ে স্থানীয় প্রশাসনকে ওই বুথ থেকে কেন্দ্রীয় বাহিনী কে প্রত্যাহার করে নিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া চালুর দাবি করে।