রাজনীতি
নবগ্রাম বিধানসভা দখলে মরিয়া সিপিএম ত্যাগকারী বিধায়ক তৃণমূল প্রার্থী কানাই চন্দ্র মন্ডল।

সিপিএম ত্যাগ করে বিধায়ক হিসেবে তৃণমূলে যোগদান করার পরে ফের বিধায়ক নির্বাচিত হওয়ার আশায় নবগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন কানাই চন্দ্র মন্ডল । সেইমতো শনিবার নবগ্রামের হজবিবিডাঙ্গা অঞ্চলের বিভিন্ন গ্ৰাম থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে পথ চলতি মানুষ থেকে শুরু করে গ্ৰামে গ্ৰামে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন।