নিয়ন্ত্রনহীন স্করপিও সঙ্গে অটোর ধাক্কায় মৃত ৭, আহত একাধিক।

বেপরোয়া গতিতে নিয়ন্ত্রনহীন একটি স্করপিওর সঙ্গে যাত্রীবোঝাই অটো অন্য গাড়ির পরপর সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে সাতজন নিরীহ মানুষের, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ঘটনায় গুরুতর জখম ১০ জন। বৃহস্পতিবার দুপুরের পরে মুর্শিদাবাদের ৩৪ নম্বর জাতীয় সড়কের সুতি থানার ধলার মোড় এলাকায় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। স্থানীয়রা যখন দের এক এক করে উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরে সেখান থেকে কয়েকজনকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দিন একটি স্করপিও নিয়ে আপেল শেখ নামের এক যুবক বেপরোয়া গতিতে জঙ্গিপুরের দিকে আসছিলেন। আচমকা গাড়ির পেছনের টায়ার পাংচার হয়ে যাওয়ায় ওই নিয়ন্ত্রনহীন স্করপিও জাতীয় সড়কের লেন ভেঙে পাশের দিকে প্রবেশ করে।
ফলের সামনে দিক থেকে আসা যাত্রীবোঝাই অটো সহ পরপর দুটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মুহুর্তের মধ্যে মৃত্যু হয় স্করপিও চালক আপেল শেখের। তারপরে এক এক করে বাকি অটোচালকদের মৃত্যু ঘটে। তাদের নাম-পরিচয় জানার জন্য চেষ্টা চালাচ্ছে স্থানীয় থানার পুলিশ। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে। এই ঘটনাকে কেন্দ্র করে ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যাহত হয়েছে যান চলাচল।