রাজ্য
পঁচিশ কেজির বেশি ওজনের কাতলা বিক্রি হয়ে গেল নিমিষে!

পঁচিশ কেজির বেশি ওজনের কাতলা বিক্রি হয়ে গেল নিমিষে ! পেল্লাই সাইজের ২৫কেজি এর বেশি ওজনের কাতলা মাছ কে ঘিরে শোরগোল পরে যায় সোমবার নদীয়ার শান্তিপুর বোস মার্কেট রেল বাজারে । খুচরো মাছ ব্যবসায়ী ভোলা হালদার ঐ বিশাল আকারের মাছ আরত থেকে কিনে এনে বাজারে বসা মাত্রই মুহূর্তে বিক্রি হয়ে গেল ৪০০-৪৫০ টাকা কেজি দরে।তবে মাছ বিক্রেতা ভোলা বাবু জানান মাথা ছাড়া বেশি দাম দিতে চাইলেও এক কেজির মাছ বেশি মাছ কাউকে দেইনি। কারণ সকল মাছ প্রেমী বাঙালিকে এই মাছের স্বাদ গ্রহণ করাবো বলেই এমন ভাবনা।